Tuesday, January 14, 2014

সেবা দিতে অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ্লিকেশন চালু করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)


সেবা দিতে অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ্লিকেশন চালু করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর মাধ্যমে স্মার্ট ফোন থেকে ডিএমপিতে জরুরি যোগাযোগ করা যাবে।

রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে মঙ্গলবার দুপুরে অ্যাপ্লিকেশনের উদ্বোধন করেন ডিএমপি কমিশনার বেনজির আহমেদ।

তিনি জানান, অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে জরুরি প্রয়োজনে দ্রুত ডিএমপির হেল্পলাইনে ফোন ও ইমেইল করা যাবে। পাওয়া যাবে রাজধানীর সব থানার ওসি, ডিউটি অফিসারের ফোন নম্বর ও থানায় যেতে গুগল ম্যাপের মাধ্যমে পথ নির্দেশিকা।

বেনজির আহমেদ জানান, কারো জরুরি রক্তের প্রয়োজনে ডিএমপির ব্লাড ব্যাংকের সেবা নেয়া যাবে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে। ট্রাফিক ও নারী সহায়তা বিভাগের বিভিন্ন সেবা এ মাধ্যমে সহজেই পাওয়া যাবে।

অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা যাবে এই ঠিকানা থেকে http://goo.gl/UKdJoZ

No comments:

Post a Comment